[Ubuntu-BD] How to play media files in Ubuntu 10.04

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Thu Aug 26 04:34:01 BST 2010


নিউটন ভাই

*পদ্ধতি একঃ* চটজলদি সমাধান চান? তো ইন্সটল করুন ভিএলসি মিডিয়া প্লেয়ার।
Application>>Ubuntu Software Center এ যান। এবার এখানে সার্চ বক্সে vlc কিংবা
smplayer লিখে সার্চ দিন অথবা স্ক্রল করে খুঁজে নিন। তারপর ইন্সটল করতে বলুন।
আশাকরি এ দুটোর যে কোনটা দিয়েই আপনি এখন প্রায় সবরকম মিডিয়া ফাইল চালাতে
পারবেন।

*পদ্ধতি দুইঃ *জটিল ও সময় সাপেক্ষ সমাধান হলো System>>Administration>>Synaptic
Package Manager এ যান। এবার এখানে সার্চ বক্সে gstreamer লিখে সার্চ দিন।
যেগুলো পাবেন তার মধ্য থেকে gstreamer0.10-plugins-ugly-multiverse  আর
gstreamer0.10-plugins-bad-multiverse এবং gstreamer0.10-plugins-good ইন্সটল
করতে বলুন। ডাউনলোড আর ইন্সটল হয়ে গেলে তারপর ডিফল্ট পাওয়া mplayer দিয়েই আপনি
সব রকম মিডিয়া ফাইল চালাতে পারবেন।

*মন্তব্যঃ *আমার মতে smplayer কিংবা vlc ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। তথাপি
আপনি চাইলে "জটিল সমাধান"টাও করতে পারেন।

*শানে নুযুলঃ* কপিরাইটেড হবার কারনে mp3, 3gp সহ বিভিন্ন মাল্টিমিডিয়া সাপোর্ট
পূর্বনির্ধারিতভাবেই উবুন্টু অফিসিয়াল রিলিজের সাথে দেয়া থাকে না, দেয়া সম্ভব
নয়। এগুলো আপনার প্রয়োজন মতো আপনি আপনার দেশের আইন মেনে ইন্সটল ও ব্যবহার করতে
পারবেন।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list