[Ubuntu-BD] IBA, JU Update

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Aug 25 18:21:04 BST 2010


আহেম! আহেম!!

সুন্দর আলোচনায় পানি ঢেলে দিতে হচ্ছে বলে দুঃখিত। :( মূল আলোচনায় ফিরে যাচ্ছি।

আজ কায়েন্ট মেশিনগুলোর কাজ শেষ। একটা সার্ভারের কথা থাকলেও শেষ পর্যন্ত সার্ভাব
হচ্ছে দুটো। একটায় একটিভ ডিরেক্টরি (OpenLDAP), আরেকটা এফটিপি। সার্ভার দুটো
পুরোদমে দৌড় শুরু করতে আরো দিন দুয়েক লাগতে পারে।

কাজ শেষে Lubuntu 10.04 এর চেহারাটা হয়েছে এইরকম: http://imgur.com/oSBxM.png

আর Ubuntu 10.04 এর চেহারা করা হয়েছে এইরকম: http://imgur.com/sUId2.png

ওয়ালপেপারটা ল্যাবের স্বেচ্ছাসেবী তত্ত্বাবধায়ক জুয়েল ভাইয়ের আইডিয়া (যিনি এই
লিস্টে নিবন্ধিত হলেও ঠুঁটো জগন্নাথ সেজে বসে থাকেন  :P ) ।

পুরো বন্টু হওয়া ল্যাবের একাংশের চেহারা: http://imgur.com/UjrqW.jpg

আর ইনিই হচ্ছেন IBA-JU এর মাস্টার্সের ছাত্র জুয়েল ভাই:
http://imgur.com/AHGEp.jpg

দু'জন ব্যক্তির কথা এখানে না বললেই নয় একজন হচ্ছেন IBA-JU এর সম্মানিত পরিচালক
ড. মোহাম্মদ বখতিয়ার রানা, যার আন্তরিক আগ্রহের কারণেই IBA-JU Student's
Computer Lab -টি বন্টুদের দলে শামিল হল (মূলত ওনার নির্দেশেই জুয়েল ভাই আমাদের
খুঁজতে শুরু করেছিলেন) এবং সহকারী অধ্যাপক ড. এস এম রাফিউল হক, যিনি প্রতিদিনই
নিয়মিত এসে আমাদের সাথে সময় দিয়েছেন এবং খোঁজখবর নিয়েছেন। এছাড়া ল্যাব সহকারী
লুৎফর ভাইয়ের কথাও বলতে হয়। সারাদিন তার কেটেছে স্ক্রু ড্রাইভার আর ধুলো ঝাড়বার
ব্লোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করেই।

সবাইকে পেঙ্গুইন শুভেচ্ছা। :)
---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list