[Ubuntu-BD] install gimp 2.7.2 +my new blog :P
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Wed Aug 25 10:56:28 BST 2010
আবির ভাই
সুন্দর আর কাজের একটা ব্লগ তৈরী করছেন। আশা করি গ্রাফিক্স ডিজাইনারদের জন্য
প্রয়োজনীয় হিসেবে, খুব দ্রুতই সমৃদ্ধ হবে ব্লগটি।
ছোট্ট একটা মতামত ছিলোঃ ব্যাকগ্রাউন্ডে একটু হালকা কোন রং ব্যবহার করলে চোখে কম
লাগতো মনে হয়। কালো রং টা কেমন যেন লাগছে।
ধন্যবাদ।
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list