[Ubuntu-BD] এর পর আমাদের খুলনায় আসতে হবে।

Ovro Niil ovroniil at gmail.com
Tue Aug 24 09:48:28 BST 2010


এককাজ করতে পার। উবুন্টুর সিডি নামিয়ে নাও। আর সেই সাথে বাড়তি জিনিসগুলো
(কম্পিজ, গিম্প, ভিএলসি, ডকি, রেস্ট্রিকটেড এক্সট্রাস, অভ্র, SCIM প্যাকেজ
ইত্যাদি ইত্যাদি) কেরাইক্স দিয়ে <
http://forum.linux.org.bd/viewtopic.php?f=12&t=1339&start=0 > একটা
পেন্ড্রাইভে ডাউনলোড করে নাও। এবার উবুন্টু ইন্সটল দেবার পর পরই পিসিতে
কেরাইক্স থেকে প্যাকেজগুলো এক ক্লিকে অফলাইনে ইণ্সটল করবে।

২৪ আগস্ট, ২০১০ ১০:৩৮ am এ তে, Tanveer Hossain <tanveerhossain1 at gmail.com>লিখেছে:

> @অভ্রনীল ভাইয়া।
>
> আমি আসলে সেই দ্বিতীয় ব্যক্তিটিকেই খুঁজছি। হয়তো বা আছে, কম্পিউটার
> সাইন্স ডিপার্টমেন্টেই থাকার সম্ভাবনা বেশী। আমি তো ১ম বর্ষে, তাই এখনো
> সবার সাথে ভালমত পরিচয় হয় নি। এখন আস্তে আস্তে খোঁজ নিচ্ছি। তবে উবুন্টু
> নিয়ে ইন্টারেস্টেড অনেক কে পেয়েছি বিশেষ করে আমার ক্লাস মেটদের মধ্যে এবং
> লিনাক্স সম্বন্ধে তাদের ভয় কাটাতে পেরেছি। এবার তাদের জন্য কস্টোমাইজড
> ডিভিডি বানাতে গিয়ে তো ধরা খেয়েছি(যেহেতু ইনস্টল দেয়া যায় না)। যাই হোক,
> ভাবছি তদেরকে ইসাডোর এর সিডি দেব।
>
> আর বড় ভাইদের কাছে উবুন্টুর প্রচার এখনো শুরু করিনি।:(
>


-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd


More information about the ubuntu-bd mailing list