[Ubuntu-BD] এর পর আমাদের খুলনায় আসতে হবে।
Tanveer Hossain
tanveerhossain1 at gmail.com
Tue Aug 24 09:38:19 BST 2010
@অভ্রনীল ভাইয়া।
আমি আসলে সেই দ্বিতীয় ব্যক্তিটিকেই খুঁজছি। হয়তো বা আছে, কম্পিউটার
সাইন্স ডিপার্টমেন্টেই থাকার সম্ভাবনা বেশী। আমি তো ১ম বর্ষে, তাই এখনো
সবার সাথে ভালমত পরিচয় হয় নি। এখন আস্তে আস্তে খোঁজ নিচ্ছি। তবে উবুন্টু
নিয়ে ইন্টারেস্টেড অনেক কে পেয়েছি বিশেষ করে আমার ক্লাস মেটদের মধ্যে এবং
লিনাক্স সম্বন্ধে তাদের ভয় কাটাতে পেরেছি। এবার তাদের জন্য কস্টোমাইজড
ডিভিডি বানাতে গিয়ে তো ধরা খেয়েছি(যেহেতু ইনস্টল দেয়া যায় না)। যাই হোক,
ভাবছি তদেরকে ইসাডোর এর সিডি দেব।
আর বড় ভাইদের কাছে উবুন্টুর প্রচার এখনো শুরু করিনি।:(
On 8/24/10, Ovro Niil <ovroniil at gmail.com> wrote:
> @ তানভীর
>
> কুয়েটে উবুন্টু ব্যবহারকারী কেমন? কিংবা তুমি ছাড়া আদৌ অন্য কেউ আছে নাকি? তুমি
> তো মেকানিকালে আছো তাইনা! কম্পিউটার ডিপার্টমেন্টে পরিচিত কেউ আছে যারা উবুন্টু
> নিয়ে ইন্টেরেস্টেড?
>
> --
> .:: অভ্রনীল ::: Ovroniil ::.
>
> ❆ লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd
> ❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list