[Ubuntu-BD] রাজশাহীতে কেউ আছেন?

istiaque ahamed ahamedistiaque at yahoo.com
Mon Aug 23 19:42:16 BST 2010


VAi , I am istiaque. I live in Rajshahi.My cell phone : 01713664155




________________________________
From: Salim Reza Newton <salimrezanewton at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Sun, August 22, 2010 12:10:45 PM
Subject: Re: [Ubuntu-BD] রাজশাহীতে কেউ আছেন?

অনেক ধন্যবাদ, গৌতম। এই পরিবারটা আমাকে খুবই আনন্দিত আর অনুপ্রাণিত করছে।

এই আনন্দ-অনুপ্রেরণার স্বাদ আমার জন্য বিশেষ আলাদা রকমের। এর প্রকৃতি খুলে বলার
জন্য অন্তত আপনাকে এটা বলা প্রাসঙ্গিক যে, আপনি জানেন, অনেক দিন হয়ে গেল
এমআইটি-প্রফেসর নোম চমস্কি কর্তৃক আখ্যায়িত "মুক্তিপরায়ন সমাজতন্ত্রী" অর্থে
নিজেকে আমি "নৈরাজ্যবাদী" হিসেবে পরিচয় দিই। তো, কথা হলো, *
স্বাধীনতা-সহযোগিতা-সৃজনশীলতা*কে মানুষের মৌলিকতম স্বভাব হিসেবে বিশ্বাস করাটা
চিরন্তন নৈরাজ্যবাদী চিন্তনের প্রাথমিক একটা বৈশিষ্ট্য। নিজের জীবনের বিপুল
ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত অমূল্য অভিজ্ঞতা থেকে এই চিন্তাধারাকে স্বাভাবিক বলে
স্বীকার করতে বাধ্য হয়েছি। আর, মনুষ্যপ্রজাতি সম্পর্কে আমার প্রাথমিক
বিশ্বাসগুলোর হাতেনাতে প্রমাণ পাচ্ছি এই উবুন্টু-পরিবারে।

আহা কি আনন্দ আকাশে-বাতাসে ...

সরন।


2010/8/22 Goutam Roy <gtmroy at gmail.com>

> নিউটন ভাই, লিনাক্স জগতে আপনাকে স্বাগতম। :)
> গৌতম
>
> On 8/21/10, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> > যদিও অনধিকার চর্চা কিংবা একটু বেশি বলা হয়ে যায় তবু বলছি,  *তানোর থেকে আজম
> > মাহমুদ ভাই* আছেন উবুন্টু বাংলাদেশের রাজশাহী পরিবারে। উনি নিজের একটা
> দোকানে
> > কম্পোজ আর মেমরিতে গান লোড ইত্যাদি ধরনের কাজের জন্য কম্পুতে উবুন্টু
> > চালাচ্ছেন। তাই ওনার তিতা-মিঠা অভিজ্ঞতা যদি আপনার জানতে চেষ্টা করতেন তাতে
> > উবুন্টুর রাজশাহী পরিবার আরো বিস্তৃত হতো। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আসার
> > মানসিক দৃঢ়তা আর সম্ভবনার দুয়ারগুলো আরো উন্মোচিত হতো।
> >
> > আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। ভালো না লাগলে বা অনধিকার অনুপ্রবেশ ও
> মন্তব্য
> > করা হলে, আন্তঃরিকভাবেই দুঃখিত।
> >
> > --
> > রিং
> > মুঠোফোনঃ+8801671411437
> > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> > ঢাকা-১০০০।
> > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <
> http://toshazed.wordpress.com/>
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
>
> Goutam Roy
> Research Coordinator
> Research, Evaluation and Dissemination
> Plan Bangladesh
> Bangladesh Country Office
> House 14, Road 35
> Gulshan 2, Dhaka 1212
> Bangladesh
> T + 88-02-9861599, 9860167
> M+ 88-01612018951, 01712018951
> goutam.roy at plan-international.org
> www.plan-international.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


      


More information about the ubuntu-bd mailing list