[Ubuntu-BD] রাজশাহীতে কেউ আছেন?
ajom mahmud
ajomraj at gmail.com
Sun Aug 22 06:12:50 BST 2010
রিং ভাই
ও
নিউটন ভাই
আন্তরিক শুভেচ্ছা,
আমি যখন এই মেইলটি পড়লাম তখন অনেক দেরী হয়ে গেছে। প্রথম থেকে মেইলে আসতে পারলে
খুব ভালো হতো, কেননা এই মেইল আমাদের রাজশাহীর, আমাদের নিজেদের।
রিং ভাই, আমার ব্যাপারে বলতে গিয়ে আপনাকে এতো ভাবতে হয়েছে কেন? এখন আমি সত্যি
বলতে পারি আই লাভ লিনাক্স-উবুন্টু। সত্যি অনেক মজা আর আনন্দদায়ক এই লিনাক্স।
১০০% ভাগ সত্য বলেছেন আপনি আমার সম্পর্কে।
আর বাকিটা নিউটন ভাই (যেহেতু উনি স্যার বলতে নিষেধ করেছেন, প্রকৃতপক্ষে আমি
উনার ছাত্রেরও যোগ্য নই) কে বলছি, লিনাক্স-উবুন্টুর যে কোন ব্যাপারে নির্দিধায়
সাহায্য করতে পারবো আপনাকে। আর আমাকে মেইল করে একটু বলবেন কি আপনি
লিনাক্স-উবুন্টু সম্পর্কে বিশেষ করে কি জানতে চাইছেন?
ঠিক আছে যোগাযোগ তো থাকছেই।
ভালো থাকবেন প্রতিটি দিন রাত্রি।
বিণত
আজম মাহমুদ
০১১৯৯৩৫১৫৪৬
2010/8/21 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> যদিও অনধিকার চর্চা কিংবা একটু বেশি বলা হয়ে যায় তবু বলছি, *তানোর থেকে আজম
> মাহমুদ ভাই* আছেন উবুন্টু বাংলাদেশের রাজশাহী পরিবারে। উনি নিজের একটা দোকানে
> কম্পোজ আর মেমরিতে গান লোড ইত্যাদি ধরনের কাজের জন্য কম্পুতে উবুন্টু
> চালাচ্ছেন। তাই ওনার তিতা-মিঠা অভিজ্ঞতা যদি আপনার জানতে চেষ্টা করতেন তাতে
> উবুন্টুর রাজশাহী পরিবার আরো বিস্তৃত হতো। বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে আসার
> মানসিক দৃঢ়তা আর সম্ভবনার দুয়ারগুলো আরো উন্মোচিত হতো।
>
> আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। ভালো না লাগলে বা অনধিকার অনুপ্রবেশ ও
> মন্তব্য
> করা হলে, আন্তঃরিকভাবেই দুঃখিত।
>
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list