[Ubuntu-BD] Problem with Open office

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Aug 21 18:40:10 BST 2010


আরফাত সুলতান ভাই

আপনার কপি-পেস্ট করার প্রক্রিয়াটা ঠিকই আছে। একটু সময় দিতে হয় ওপেন অফিস ওয়ার্ড
কিংবা প্রেজেন্টেশান কে, ওয়েব থেকে কপি করে আনা ইমেজ পেস্ট করার পর রেন্ডারিং
করতে। রেন্ডারিং হবার পর ফাইলটাকে পিডিএফ, ডক কিংবা যে কোন এক্সটেনশানে সেভ করে
রাখুন। একটু সময় নিয়ে কাজটা করুন। আশা করি ফলাফল পাবেন।

ধন্যবাদ

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list