[Ubuntu-BD] IBA, JU Update

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Aug 21 18:34:54 BST 2010


শাবাব

অত্যন্ত আনন্দের সংবাদ। সমগ্র সংবাদখানি পড়িয়া নয়ন দু'খানি জুড়াইয়া যাইতেছে।
কতকাল পরে এহেন সুখবর পাইলাম। এহেন সুসংবাদ প্রদানে প্রবৃত্ত হওয়ায় তোমাদিগকে
কৃতজ্ঞতা প্রকাশে তোমাদিগের অবদানকে ক্ষুদ্র করিব না। তথাপি অন্তরের অন্তঃস্থল
হইতে তোমাদিগের জন্য দোয়া রহিল।

বাংলাদেশে ওপেনসোর্স আর মুক্ত সফটওয়্যারের প্রসারে উবুন্টু বাংলাদেশ তার
কার্য্যক্রম অব্যাহত রাখুক আর সফলতা লাভ করুক।

হ্যাপি বুন্টুয়িং, হ্যাপি মিন্টিং, হ্যাপি লিনাক্সিং

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list