[Ubuntu-BD] রাজশাহীতে কেউ আছেন?

Zakir Hossain rajuru at gmail.com
Sat Aug 21 14:15:40 BST 2010


স‍্যার, আপনাকে দেখে ভাল লাগল। আমাদের বেশির ভাগ শিক্ষকদেরকে ক্লাবে দেখা গেলেও
ইন্টারনেটে আমাদের স‍্যারদের পাওয়া দুষ্কর। সেখানে আপনাকে পাওয়ার অনুভূতি ভিন্ন
:)।
তারেক, মাহদী দুজন কম্পিউটার সায়েন্স বিভাগে পড়ে।  আমি গত বছর ফাইন‍্যান্স এন্ড
ব‍্যাংকিং বিভাগ থেকে পাশ করেছি। তারেক এ লিস্টের সদস‍্য। তবুও তার নম্বরটি
দিচ্ছিঃ
০১৯১১৫৬৪২৮৬

মাহদী এখন অবশ‍্য ম‍্যাক ব‍্যবহার করে। সুতরাং তারেকই সম্ভবত সবচেয়ে বেশি
সাহায‍্য করতে পারবে। তবে তার পরীক্ষা শেষ হতে এখনো কিছুদিন বাকি আছে। তারপর
হয়তো সাহায‍্য করতে পারবে।

আশা করি আমার করা উপরের মন্তব‍্যে কিছু মনে করবেন না। এটা নিতান্তই ব‍্যক্তিগত
মত/অনুভূতি! আমি কিছু শিক্ষকেও লিনাক্স ব‍্যবহারে উদ্ভূদ্ধ করতে গিয়ে ব‍্যর্থ
হয়েছি। কিন্তু সমস‍্যা বিনা লাইসেন্সে সফটওয়‍্যার ব‍্যবহার করাকে তাঁরা অপরাধ
মানতেই রাজি নন! ছাত্র হিসেবে আমি ব‍্যর্থ হলেও আশা করি আপনি তাদের সহকর্মী
হিসেবে তাঁদেরকে বোঝাতে পারবেন।


Best Regard,
Raju
------------------------
http://hungrycoder.xenexbd.com - For novice.



2010/8/21 Salim Reza Newton <salimrezanewton at gmail.com>

> জী, ঠিকই ধরেছেন, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক। তার আগে আপনাকে অনেক
> অনেক ধন্যবাদ জানাই। শুকরিয়া জানাই।
>
> "কম্পিউটার সায়েন্সের তারেক  / মেহেদী" ... ওনাদের নম্বর জানাতে পারবেন আমাকে?
> ওনারাও কি এখানকার শিক্ষক? কথাটা এই জন্যে জানতে চাইছি যে, সে ক্ষেত্রে ওনাদের
> সেল নম্বর আমি সহজেই জোগাড় করতে পারতাম হয়ত।
>
> আর আপনি যখন আসবেন, আমাকে একটু খবর দেবেন প্লিজ: ০১৯১৪২৫৪৫৩৪।
>
> আপনাদের সকলের কল্যান কামনা করি।
>
> স.র.ন.
>
> 2010/8/21 Zakir Hossain <rajuru at gmail.com>
>
> > আপনি কি গনযোগাযোগের শিক্ষক সেলিম রেজা নিউটন?
> >
> > কম্পিউটার সায়েন্সের তারেক  / মেহেদী হয়তো আপনাকে সাহায‍্য করতে পারবে।
> >
> > মাঝে মধ‍্যে আমিও রা.বি.তে যাই। ওরা দুজনই সময় দিতে পারবে আশা করি। অন‍্যথায়
> > আমি গেলে কিছুটা সাহায‍্য করতে পারব।
> >
> >
> >
> > Best Regard,
> > Raju
> > ------------------------
> > http://hungrycoder.xenexbd.com - For novice.
> >
> >
> >
> > 2010/8/21 Salim Reza Newton <salimrezanewton at gmail.com>
> >
> > > রাজশাহীতে বন্টুমিন্টু কেউ আছেন কি?
> > > হাতেকলমে শিক্ষা নেওয়ার সুযোগ পেতাম হয়ত।
> > >
> > > আমি রা.বি.তে। ০১৯১৪২৫৪৫৩৪।
> > >
> > > কেউ থাকলে সেল নম্বরটা জানাবেন প্লিজ।
> > >
> > >
> > > সেলিম রেজা নিউটন
> > > --
> > > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> > >
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list