[Ubuntu-BD] আমি আমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করাকালিন বিজয় দিয়ে অনেক বাংলা ডকুমেন্ট লিখেছিলাম।
ajom mahmud
ajomraj at gmail.com
Sat Aug 21 06:41:19 BST 2010
আপনার পদ্ধতিটা দিয়েই কাজ সারলাম। খুব সোজা।
ধন্যবাদ ভাই।
2010/8/21 Shabab Mustafa <shabab at linux.org.bd>
> ইয়ে রিং-দার পদ্ধতি একটু গিক টাইপ হয় গেল। এর চেয়ে সোজা বুদ্ধিও আছে। যে ফন্ট
> ইনস্টল করতে চান সেটার উপর ডাবল ক্লিক করলেই সেটা ফন্ট ভিউয়ারে ওপেন হবে।
> সেখানে Install Font বোতাম চাপলেই কেল্লা ফতে ! (http://imgur.com/SDDnO.png)
> যেহেতু ডকুমেন্ট সেহেতু আমার ধারণা একটা দুটো ফন্টের বেশি দরকার পড়ার পড়ার কথা
> নয়।
>
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
>
>
> 2010/8/20 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > আজম ভাই
> >
> > বিজয়ের ফন্টগুলো ইন্সটল করতে আপনি আপনার বিজয়ের সিডি থেকে বা ব্যাকআপ
> ফোল্ডার
> > থেকে ফন্টের ফাইলগুলো সব কপি করে নিন। ফাইলগুলো সিলেক্ট করার সময় সতর্ক হোন।
> > কেননা বিজয়ের ফন্ট ফোল্ডারটাতে দুটো .exe ফাইল ও থাকে। ওগুলো দিয়ে ফন্ট,
> > 'জানালা'তে ইন্সটল করা হয়। এবার কপি করা ফন্টগুলো আপনার উবুন্টুতে ইন্সটল
> করতে
> > টার্মিনাল খুলে কমান্ড দিনঃ
> >
> > *sudo nautilus*
> >
> > পাসওয়ার্ড চাইবে। আপনার পাসওয়ার্ড দিন। এবার যে উইন্ডো খুলবে তাতে
> > /usr/share/fonts/truetype ফোল্ডার খুঁজে নিয়ে এর মধ্যে পেস্ট করে দিন।
> এরপর
> > টার্মিনালে ফির গিয়ে Ctrl+c চাপুন। তারপর সিস্টেমটা রিবুট করে আসুন। আশা করি
> > এবার আপনি আপনার বিজয়ে লেখা নথিসমূহ পড়তে পারছেন।
> >
> > বিশেষ সতর্কীকরণঃ এই পদ্ধতিতে আপনি ওপেনঅফিস ব্যবহার করে বিজয়ে লেখা নথিসমূহ
> > দেখিতে কিংবা পড়িতে পারিলেও কোনরূপ পরিবর্তন সাধন করিতে পারিবেন না। আর যদি
> > তাহা করেন তো সেখানে দেখিতে পাইবেন আপনার সিস্টেমের ইউনিকোড কোন ফন্টের
> > চেহারা।
> > তাই যা করিবেন বুঝিয়া শুনিয়া করিবেন।
> >
> > ধন্যবাদ
> >
> >
> > --
> > রিং
> > মুঠোফোনঃ+8801671411437
> > বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> > জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> > প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> > ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> > ঢাকা-১০০০।
> > সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> > বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> > <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <
> http://toshazed.wordpress.com/
> > >
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list