[Ubuntu-BD] মিন্টে ইমেজ রিসাইজ
Abir Sadik
abir.sadik at gmail.com
Fri Aug 20 03:36:54 BST 2010
থাঙ্কস অভ্র নিল ভাই, আমাকে gthumb এর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য. ওই
দুটো ছাড়াও আরো একটি আছে যা nautilus এর সাথে কাজ করে. অর্থাত আপনি কোনো
ইমাজের উপর right ক্লিক করে instantly সেটা resize বা কনভার্ট করতে পারবেন. *sudo
aptitude install nautilus-image-converter*
2010/8/19 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> ভাই ইব্রাহিম
>
> ইমেজ রিসাইজ করার জন্য আপনি gThumb ও SIR দুটোর যে কোনটি ব্যবহার করতে পারেন।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list