[Ubuntu-BD] ইসোডোরা তে ডিএসএল নেট কনফিগার করে কি ভাবে

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Aug 20 00:02:25 BST 2010


>
> আর মিন্টে Wired connection থেকে ম্যাক টা কপি করে ডিএসএল পেষ্ট করে user name
> আর Password বসাই
>

এইখানটায় বুঝলাম না। Wired Connection -এ কি আলাদা করে নতুন ম্যাক বসানো হয়েছে?
সেটা কপি করার চেষ্টা চালাচ্ছেন? উইন্ডোজে কি আলাদা করে নেটওয়ার্ক ভ্যালু
পরিবর্তন করতে হয়?

@সাজেদুর রহিম জোয়ারদার,
ডিএসএল কানেকশন ডিফল্ট নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে কানেক্ট করা যায় না এই
অ্যাজাম্পশনটা মনে হয় ঠিক নয়। আমি দীর্ঘ সময় ইন্ট্রাপিড, জন্টি এবং কার্মিকে
ডিএসএল কানেকশন ডিফল্ট ম্যানেজার দিয়েই চালিয়েছি। সমস্যাটা শুরু হয় যদি আলাদা
করে ম্যাক এড্রেস পরিবর্তন করতে হয় তখন।


More information about the ubuntu-bd mailing list