[Ubuntu-BD] মিন্টে ইমেজ রিসাইজ

Md. Ibrahim Husain meraj73 at gmail.com
Thu Aug 19 19:29:10 BST 2010


কেউ যদি ভালো কোনো ইমেজ রিসাইজ সফটওয়্যারের নাম বলতেন, তাহলে খুব ভালো হতো।

আগে কোয়ালায় squash ব্যবহার করতাম। কিন্তু এখন লুসিডে এটা খুজে পাই না।

এক ক্লিকে কাজ করা যায় তেমন সফটওয়্যার দরকার। আমার কোনো এডিটর দরকার নাই।

ধন্যবাদ,
Md. Ibrahim Husain Meraj


More information about the ubuntu-bd mailing list