[Ubuntu-BD] Problem With Linux Mint 9

Rabbi Hossain md.rabbi.hossain at gmail.com
Thu Aug 19 16:53:29 BST 2010


আমি আমার পিসিতে লিনাক্স মিন্ট ৯ ও উইন এক্সপি ডুয়াল বুটে চালাই।
আমার এক্সপিতে প্রবলেম থাকার কারনে আমি এক্সপি রি-ইন্সটল করি।
এখন আমি আমার লিনাক্স মিন্টের লাইভ সিডি বুট করে আমার গ্রাব রিকভার করি।
কিন্তু সমস্যা হচ্ছে যে, আমি যখন গ্রাব ইন্সটল করি তখন গ্রাব রিকভার হলেও একটি
এরর মেসেজ দেয়।
মেসেজটি এরকম --->> grub probe:no such boot device found ( is /dev mounted?)
আমি sudo update-grub কমান্ড দিলেও উপরের মেসেজ দেয়।(লাইভ সিডিতে চলার সময়)
এরপর আমি পিসি রিস্টার্ট দেয়ার পর দেখি যে গ্রাব রিকভার হয়েছে।কিন্তু আমি যখন
লিনাক্স মিন্ট সিলেক্ট করি তখন নিচের এরর মেসেজ দেয়।

"The Disk Drive For /media/50E8A7EBE8A7CE12 Is Not Ready Yet Or Not Present
Continue To Wait,Or Press S To Skip Mounting Or M for Manual Recovery"

আমি অনেকক্ষন ওয়েইট করেছি কোন ও S চেপে স্কিপ করার চেস্টা করেছি কিন্তু কোন কাজ
হয়নাই।
এখন আমাকে কেউ হেল্প করুন আমি অনেক ঝামেলায় আছি।


More information about the ubuntu-bd mailing list