[Ubuntu-BD] backup and restore
arafat sultan
mdarafat2008 at gmail.com
Wed Aug 18 09:49:39 BST 2010
আমি রিমাস্টারসিস
এবং এপটনসিডি দুইটাই ইনস্টল
করেছি । কিন্তু রিমাস্টারসিস
দিয়ে তৈরী ব্যাকাপ
কে সিডিতে রাইট না করে রিস্টোর
করে কিভাবে ? আমি উইন্ডোজ
সেভেনে পুরো সিস্টেম ড্রাইভই
' সিস্টেম ইমেজ' হিসেবে ব্যাকাপ
করে রাখি। উবুন্তুতে এমন কোন
উপায় আছেকি ?
থাকলে দয়া করে জানান।
রিমাস্টারসিস দিয়ে তৈরী ISO
নতুন ভাবে ইনস্টল ছাড়া অন্য কোন
ভাবে (উইন্ডোজ
সেভেনে যেভাবে সিস্টেম ইমেজ
রিস্টোর করা হয় )
একটা কম্পিউটারে রিস্টোর
করা যায়কি ?
More information about the ubuntu-bd
mailing list