[Ubuntu-BD] লিনাক্স ফোরাম নিয়ে পোষ্ট করবো, এটুকু লিখেছি, বাকীটুকু যোগ করুন

shiplu shiplu.net at gmail.com
Tue Aug 17 19:05:00 BST 2010


>
> কে কতো সহজ সমাধান আপনাকে দিতে পারে- এরই যেন প্রতিযোগিতা চলছে এখানে।
>
>

এই ব্যাপারটা না হলেই ভাল হয়। বাংলাদেশের সকল কমিউনিটিতেই এই ব্যাপারটা
লক্ষ করা যায়। সমস্যার সমাধান হলেই হল। না সেখানে আরো আরো সমাধান দিতে
হবে। আলোচনা করে সময় নষ্ট করতে হবে। এতে মনে হয় নিজের পান্ডিত্য অন্যের
কাছে জাহির করা হয়।
দেখা যাবে সমস্যা ১০ টা। কিন্তু সমাধান দেয়া হয়েছে ২ টা পোস্টে আর মোট
সমাধান ৮-১০ টা। সব সমধানই ঐ দুটো পোস্টে। বাকি ৮ টা সমস্যা নিয়ে কেউ
মাথা ঘামাচ্ছে না।

তাই সমাধান দেয়ার প্রতিযোগিতা যেন না হয়। আমার মতে লক্ষ্য হওয়া উচিৎ
যাতে সবার সমস্যা নিয়ে কেউ না কেউ পোস্ট করে।


-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list