[Ubuntu-BD] লিনাক্স ফোরাম নিয়ে পোষ্ট করবো, এটুকু লিখেছি, বাকীটুকু যোগ করুন

Ripon Majumder riponditu at gmail.com
Tue Aug 17 18:46:44 BST 2010


"আপনি লিনাক্সে নতুন? কিংবা লিনাক্সে আসতে উদগ্রীব? অথবা লিনাক্স নিয়ে মাথায়
বিভিন্ন রকম বোকাবোকা প্রশ্ন আসছে, অথচ কাকে জিজ্ঞেস করবেন ভেবে পাচ্ছেন না? বা
লিনাক্সের খুব তুচ্ছ কোনো ব্যাপার জানতে চাচ্ছেন? কোনো সমস্যা নেই! আপনার
ব্যাপার যতই বোকা হোক বা তুচ্ছ হোক - এখানে নিঃসংকোচে তা আলোচনা করুন।"



এভাবেই আপনাকে ডাকছে লিনাক্স ফোরাম। ফোরামটি মূলতঃ ওপেন সোর্স-কে সার্ভিস দেয়ার
জন্যই যেন তৈরী হয়ে আছে।



লিনাক্স ইনস্টলে ভয় পাচ্ছেন? পরবর্তী ধাপ কি বুঝতে পারছেন না? কিংবা
কোনো সফটওয়্যার
ইন্সটলেশনে ঝামেলা হচ্ছে? গ্রাব নিয়ে সমস্যায় পড়েছেন? চিন্তা নেই। ইনস্টলেশন
ও বুটলোডার সংক্রান্ত যাবতীয় বিষয় রয়েছে এখানে।



লিনাক্স ইনষ্টল করে প্রথমে আপনি যা চাইবেন তা হচ্ছে 'অডিও ভিডিও' এবং ইন্টারনেট
সংযোগ। দেখা যাবে, ভিডিও চালাতে পারছেন না? সাউন্ড শুনছেননা? কিংবা লিনাক্সে
আপনার শখের গানটি বা মুভিটি চলছেনা? গ্রাফিক্স কার্ডও উল্টাপাল্টা আচরণ
করছে? ইন্টারনেট
সংযোগ দিতে গিয়ে মডেম নিয়ে ঝামেলায় পড়েছেন? কিংবা ইন্টারনেটে কানেক্ট হতে
পারছেন না? আপনার ইন্টারনেট- ওয়্যারলেস, ব্রডব্যান্ড, ডায়ালআপ - যেটাই হোক না
কেন, আলাদা আলাদা কর্নারে প্রায় আড়াই হাজারেরও বেশী পোষ্ট রেডি আছে আপনার জন্য।




কে কতো সহজ সমাধান আপনাকে দিতে পারে- এরই যেন প্রতিযোগিতা চলছে এখানে।



কয়েকটি পোষ্ট পড়লেই আপনি বুঝতে পারবেন, লিনাক্স ব্যবহার করতে গিয়ে যা আপনি
সমস্যা বলে মনে করছেন তা আসলে কোন সমস্যাই নয়


-- 
*Ripon

**'Adminship / Moderatorship is not about power, it is about
Responsibility.''*


More information about the ubuntu-bd mailing list