[Ubuntu-BD] কমান্ড লাইন শিখা।
Ubuntu Mirror Maintainer of Bangladesh
ubuntu-bd at bauani.org
Tue Aug 17 16:39:24 BST 2010
My support to Shiplu.A five Star Rating of this posting. A grate writing. I
want to share it on my blog, any problem?
Thanks
Bauani
2010/8/16 shiplu <shiplu.net at gmail.com>
> কমান্ড লাইন শেখার আসলে কোন দরকার নেই।
> যেটা দরকার তা হল, কমান্ডলাইনকে অযথা ভয় না পাওয়া। শুধু শুধু ভয় পেয়ে
> যাওয়াটাই সমস্যা।
>
> আমার এক জুনিয়রকে একবার কারমিক ইন্সটল করে দেই। সে কম্পিউটার সম্পর্কে
> একেবারেই অজ্ঞ। তাকে বলি এটার নাম লিনাক্স, কারমিক কোয়ালা। আর বলে দেই,
> ভুলেও যাতে কাউকে না বলে যে তার কম্পিউটারে লিনাক্স আছে। এটা বলেছিলাম এই
> জন্যে যে সে যাকেই বলবে লিনাক্সের কথা। সে তাকে লিনাক্সের সাথে একটা শব্দ
> "কঠিন" জুড়ে দিয়ে বলবে "লিনাক্স কঠিন"
> তখন সে ভয় পেয়ে যাবে। এতদিন যা সহজ ছিল, তা হয়ে উঠবে সবচেয়ে কঠিন।
> দেখা যাবে ভয়ের চোটে কোন বাটনেই ক্লিক করবে না।
> ভাগ্য ভাল সে কাউকে এসব বলে নি। ফলাফল হল এই সে এখন নিজেই কমান্ড লাইনে
> হার্ডডিস্ক মাউন্ট, fsck এর মত কমান্ড চালাতে পারে।
> সে কখনও শুনেনি "কমান্ড লাইন কঠিন", আমি তাকে বলিনি। সে বোঝে টার্মিনাল
> হল একটা সফটওয়্যার। এখানে লেখা যায়। কেউ তাকে বলেনি "লিনাক্স কঠিন",
> কারণ আমি তাকে লিনাক্স ব্যাপারটাই শেয়ার করতে নিষেধ করেছি। তার কাজিন
> কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে উশখুশ করছিল তার কাজিনকে বলার জন্য। অনেকদিন
> পরে যখন সে তার কাজিনকে বলে দেয় যে সে লিনাক্স ইউজ করছে, তখন তো তার
> কাজিন আরো অবাক। সে আরও উল্টো বলল, লিনাক্স তো অনেক কঠিন, আমাকে একটু
> দেখিয়ে দিও তো।
>
> "কঠিন" শব্দটা জুড়ে না দেয়ার কারণেই এটা ঘটেছে।
>
> একটা সময় যেমন প্রচলিত ছিল (এখনও আছে) লিনাক্স কঠিন।
> সেরকম আরেকটা জিনিষও প্রচলিত আছে। তা হল, কমান্ডলাইন কঠিন।
> "লিনাক্স কঠিন"কে আমরা না করছি। কিন্তু "কমান্ডলাইন কঠিন" কে আমরা না
> করছি না। এর কারণ আমরা নিজেরাই মনে করছি "কমান্ড লাইন কঠিন"।
>
> কমান্ড শেখার জন্য http://tinyurl.com/LinuxBasic দেখতে পারেন। না এখানে
> তেমন কিছু নেই। কিন্তু যে টিপসটা আছে সেটা মনে রাখলে আর কিছু নিয়ে ভাবতে
> হবে না।
> ব্যাসিক কমান্ডলাইন অপারেশনের জন্য কমান্ডলাইনে man bash দিয়ে দেখতে
> পারেন। কিছু ব্যাসিক ব্যাপার জানতে পারবেন।
> এটা ছাড়া অনেকের ব্লগেই নতুন ব্যাবহারকারীদের জন্য লিনাক্স কমান্ডের
> টিউটোরিয়াল আছে। গুগল সার্চ করলেও পাবেন এক গাদা।
>
>
> --
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list