[Ubuntu-BD] কমান্ড লাইন শিখা।

shiplu shiplu.net at gmail.com
Mon Aug 16 12:02:35 BST 2010


কমান্ড লাইন শেখার আসলে কোন দরকার নেই।
যেটা দরকার তা হল, কমান্ডলাইনকে অযথা ভয় না পাওয়া। শুধু শুধু ভয় পেয়ে
যাওয়াটাই সমস্যা।

আমার এক জুনিয়রকে একবার কারমিক ইন্সটল করে দেই। সে কম্পিউটার সম্পর্কে
একেবারেই অজ্ঞ। তাকে বলি এটার নাম লিনাক্স, কারমিক কোয়ালা। আর বলে দেই,
ভুলেও যাতে কাউকে না বলে যে তার কম্পিউটারে লিনাক্স আছে। এটা বলেছিলাম এই
জন্যে যে সে যাকেই বলবে লিনাক্সের কথা। সে তাকে লিনাক্সের সাথে একটা শব্দ
"কঠিন" জুড়ে দিয়ে বলবে "লিনাক্স কঠিন"
তখন সে ভয় পেয়ে যাবে। এতদিন যা সহজ ছিল, তা হয়ে উঠবে সবচেয়ে কঠিন।
দেখা যাবে ভয়ের চোটে কোন বাটনেই ক্লিক করবে না।
ভাগ্য ভাল সে কাউকে এসব বলে নি। ফলাফল হল এই সে এখন নিজেই কমান্ড লাইনে
হার্ডডিস্ক মাউন্ট, fsck এর মত কমান্ড চালাতে পারে।
সে কখনও শুনেনি "কমান্ড লাইন কঠিন", আমি তাকে বলিনি।  সে বোঝে টার্মিনাল
হল একটা সফটওয়্যার। এখানে লেখা যায়। কেউ তাকে বলেনি "লিনাক্স কঠিন",
কারণ আমি তাকে লিনাক্স ব্যাপারটাই শেয়ার করতে নিষেধ করেছি। তার কাজিন
কম্পিউটার ইঞ্জিনিয়ার।  সে উশখুশ করছিল তার কাজিনকে বলার জন্য। অনেকদিন
পরে যখন সে তার কাজিনকে বলে দেয় যে সে লিনাক্স ইউজ করছে, তখন তো তার
কাজিন আরো অবাক। সে আরও উল্টো বলল, লিনাক্স তো অনেক কঠিন, আমাকে একটু
দেখিয়ে দিও তো।

"কঠিন" শব্দটা জুড়ে না দেয়ার কারণেই এটা ঘটেছে।

একটা সময় যেমন প্রচলিত ছিল (এখনও আছে) লিনাক্স কঠিন।
সেরকম আরেকটা জিনিষও প্রচলিত আছে। তা হল, কমান্ডলাইন কঠিন।
"লিনাক্স কঠিন"কে আমরা না করছি। কিন্তু "কমান্ডলাইন কঠিন" কে আমরা না
করছি না। এর কারণ আমরা নিজেরাই মনে করছি "কমান্ড লাইন কঠিন"।

কমান্ড শেখার জন্য http://tinyurl.com/LinuxBasic দেখতে পারেন। না এখানে
তেমন কিছু নেই। কিন্তু যে টিপসটা আছে সেটা মনে রাখলে আর কিছু নিয়ে ভাবতে
হবে না।
ব্যাসিক কমান্ডলাইন অপারেশনের জন্য কমান্ডলাইনে man bash দিয়ে দেখতে
পারেন। কিছু ব্যাসিক ব্যাপার জানতে পারবেন।
এটা ছাড়া অনেকের ব্লগেই নতুন ব্যাবহারকারীদের জন্য লিনাক্স কমান্ডের
টিউটোরিয়াল আছে। গুগল সার্চ করলেও পাবেন এক গাদা।


-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list