[Ubuntu-BD] এক্সপি রিস্টোর করবো কীভাবে?

mahmood shoyeb shmood at gmail.com
Mon Aug 16 10:08:06 BST 2010


অফিসের পিসিতে এক্সপির সাথে লিনাক্স মিন্ট আলাদা পার্টিশনে ইন্সটল করার
পর বুটের সময় শুধু মিন্ট দেখায়। পিসিতে এক্সপি sda1ও মিন্ট sda5
পার্টিশনে রয়েছে। এখন এক্সপি উদ্ধারের কৌশল কী? আমি কী এক্সপির বুটেবল
সিডি দিয়ে রিপেয়ার করবো?  যদি মিন্টের লাইভ সিডি দিেয় চেষ্টা করি তাহলে
sudo mount /dev/sdXY /mnt  -এখানে sda1 হবে না sda5 হবে? এছাড়া sudo
grub-install --root-directory=/mnt/ /dev/sdX -তে sdx এর জায়গায় কী
বসবে? আমি এক্সপি এবং মিন্ট দুটোই রাখতে চাচ্ছি।
অনুগ্রহ করে সহায়তা করুন।

শোয়েব মাহমুদ।


More information about the ubuntu-bd mailing list