[Ubuntu-BD] লিনাক্সের ভুবনে ইফতেখারকে স্বাগতম
Ovro Niil
ovroniil at gmail.com
Mon Aug 16 09:36:28 BST 2010
উবুন্টু পেছনে মাফিয়া! উবুন্টুরও বিরুদ্ধ শক্তি বাংলাদেশে? হা হা হা.... কী লাভ
ঐ লোকের উবুন্টুর বিরুদ্ধে কথা বলে? আপনি বরং উনাকে NSAKEY'র কথা <
http://www.sachalayatan.com/hussainuzzaman/33911 > বলে দিয়েন, কিভাবে NSA
সবার কম্পিউটারের খবর পাচার করে নিচ্ছে। মাফিয়া'র চেয়ে বেশি দুশ্চিন্তার জিনিস
এটা!
যাই হোক ... গৌতমদা, লিনাক্স ফোরামে আপনার পোস্টটা দেখেই মনটা ভালো হয়ে
গিয়েছিল। জবাবও সেখানে দিয়েছিলাম <
http://forum.linux.org.bd/viewtopic.php?f=12&t=1257#p5054 >।
১৬ আগস্ট, ২০১০ ৭:৪৬ am এ তে, Mehdi Hassan <mehdi680 at gmail.com> লিখেছে:
> তার বন্ধু হঠাৎ বলল উবুন্তু র পিছনে নাকি একটা মাফিয়া চক্র কাজ করছে। এরা যারা
> এর খাটছে তারাও জানেনা। ইত্যাদি। এটা বলার উদ্দেশ্য বিরুদ্ধ শক্তি ও কাজ করে
> যাচ্ছ।
>
>
--
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd
More information about the ubuntu-bd
mailing list