[Ubuntu-BD] লিনাক্সের ভুবনে ইফতেখারকে স্বাগতম

Goutam Roy gtmroy at gmail.com
Mon Aug 16 07:27:10 BST 2010


ধন্যবাদ মেহদী ভাই। অবশ্যই আমাদের সম্মিলিত চেষ্টায় লিনাক্স আরো এগিয়ে যাবে।
তবে উবুন্টুর পেছনে মাফিয়াচক্র কাজ করছে শুনে বেশ মজা লাগলো। :)
ভালো থাকবেন।
গৌতম

2010/8/16 Mehdi Hassan <mehdi680 at gmail.com>

> ধন্যবাদ
> গৌতম দা
> অাপনার পোস্টটা অামার খুব ভাল লেগেছ। অামার পরিচিত কয়েকজন যাদের কে অামি চাই
> উবুন্তু তে অাসুন তাদের কে ফরওয়ার্ড করে দিলাম। অামার মনে হয় সেদিন বেশী দুরে
> নাই যেদিন বাংলায় উবুন্তু রেভুলেশন অানবে। কারন শত ব্যন্ততার মধ্যেও অাপনার মত
> ব্যাক্তিগন সবাই কে বুঝাচ্ছেন, দলে টানছেন, অভিগগত শেয়ার করছেন, রিং ভাই এর মত
> কিছু মানুষ খেয়ে না খেয়ে অসিম ধর্যের সাথে নিশব্দে অক্লান্ত পরিশ্রম করে
> যাচ্ছেন। অার কি লাগে? রিকয়েস্ট অাপনাদের মত সবাই এগিয়ে অাসুন। ক্ষুদ্র
> ক্ষুদ্র
> চেস্টা একদিন সমুদ্র হবে। অামার একটা ব্যর্থতা শেয়ার করছি তা হলো একজন কে
> কিসুদিন চেস্টার পর রাজি করালাম তার ল্যাপিতে উবুন্তু ইনস্টল করে দিতে। কারন
> ভাইরাসের জালায় সে খুবই অস্থির অার মেইল চেক এবং কিসু ডকুমেন্ট তৈরী করা ছাড়া
> তাকে তেমন কিছু করতে হয়না। কিন্তু পারলাম না। তার বন্ধু হঠাৎ বলল উবুন্তু র
> পিছনে নাকি একটা মাফিয়া চক্র কাজ করছে। এরা যারা এর খাটছে তারাও জানেনা।
> ইত্যাদি। এটা বলার উদ্দেশ্য বিরুদ্ধ শক্তি ও কাজ করে যাচ্ছ।
>
> --
> Z.M. Mehdi Hassan
> Digital Watch Limited
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 

Goutam Roy
Research Coordinator
Research, Evaluation and Dissemination
Plan Bangladesh
Bangladesh Country Office
House 14, Road 35
Gulshan 2, Dhaka 1212
Bangladesh
T + 88-02-9861599, 9860167
M+ 88-01612018951, 01712018951
goutam.roy at plan-international.org
www.plan-international.org


More information about the ubuntu-bd mailing list