[Ubuntu-BD] How to Do Auto-Shut Down in Mint?

shiplu shiplu.net at gmail.com
Sat Aug 14 22:29:31 BST 2010


2010/8/15 Md. Ibrahim Husain <meraj73 at gmail.com>:
> কিভাবে মিন্টে auto shut down করতে হয়?
> মানে, আমার একটা ডাউনলোড হতে আনুমানিক ২ ঘন্টা লাগবে, এবং আমার কম্পিউটার
> ২.৩০ ঘন্টা পর নিজে নিজে বন্ধ হয়ে যায়।

একটা কমান্ড দিয়ে এই কাজ টা করতে পারবেন।  যদি ২ ঘন্টা পর বন্ধ হয়ে যাবে
এরকম কমান্ড দিতে চান তাহলে লিখুন।
‌$ sudo shutdown -h +120
এরপর পাসওয়ার্ড দিন। ১২০ মিনিট পর শাটডাউন হয়ে যাবে।

এটা ছাড়া যদি ধরুন রাত ৫:৩০ এ চান কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে লিখুন,
$ sudo shutdown -h 05:30

05:30 হল ২৪ ঘন্টা ফরম্যাট টাইম।

-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list