[Ubuntu-BD] copy paste problem!

Ripon Majumder riponditu at gmail.com
Thu Aug 12 17:29:57 BST 2010


বিষয়টি এতো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে, মনে হলো নামকরা কোন উবুন্টিচারের
ক্লাস করলাম।

2010/8/12 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> ভাই আরিফ আহমেদ রনি
>
> আপনি যে সমস্যাটার কথা বললেন সেটা কোন সমস্যা না। বরং মেমোরি ক্যাশ জনিত একটা
> সেটিংসের কারনে এটা হয়। উবুন্টুতে আপনি যখন কোন উইন্ডোর ফোকাস থেকে সরে অন্য
> উইন্ডোতে যান (মানে সুইচ করেন বা মিনিমাইজ করেন) তখন আগের উইন্ডোর সব ডাটাই
> ক্যাশড অবস্থায় মেমরিতে থাকে ফলে আপনি চাইলেই সেই উইন্ডোর যে কোন আইটেম মেমরি
> থেকে অন্য উইন্ডোতে পেস্ট করে দিতে পারেন। কিন্তু আপনি উইন্ডোটি বন্ধ করে দেয়া
> মাত্রই সিস্টেমে কমান্ড চলে যায় যে, আপনার কাজ শেষ এবং ক্যাশড আইটেম মুছে দেয়া
> হোক। তাই অন্য উইন্ডোতে আপনি যখন পেস্ট করতে যান তখন কিছুই পেস্ট হয় না। সোর্স
> মুছে ফেললে তো আর তা কপি করা যাবে না।
>
> সমাধান হলোঃ *আপনি সোর্স উইন্ডো এবং ডেস্টিনেশান দুটোকেই অ্যাকটিভ রাখুন। *কাজ
> সম্পূর্ণ শেষ হলে তারপর বন্ধ করে দিন।
>
> ধন্যবাদ
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
*Ripon

**'Adminship / Moderatorship is not about power, it is about
Responsibility.''*


More information about the ubuntu-bd mailing list