[Ubuntu-BD] Reinstall Ubuntu 10.04
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Tue Aug 10 20:09:19 BST 2010
ভাই ইব্রাহিম
আপনি সকাল থেকেই অস্থির হয়ে আছেন। কেনো বলেন তো? আমরা দু দুজন মানুষ আপনাকে
আশ্বস্ত করলাম যে আপনার পাশে আছি। বাওয়ানি ভাই আর আমি দুজনেই আপনাকে অস্থির হতে
না করলাম। ভাই অস্থিরতা যে কোন কাজে বিপদ ডেকে আনে। আপনাকে পার্সোনালি যোগাযোগ
ও করতে বলেছিলাম। আপনি সেখানে নতুন একটি টপিক শুরু করে দিলেন। ভাই রে অস্থিরতার
মধ্যে থাকলে আমরা মানুষ তো দূরে থাক স্বয়ং সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করতে
পারবেন না। একটু স্থির হোন। যা হবার তা তো করেই ফেলেছেন। এখন টেনশন নিয়ে আর
কোনোই লাভ নেই। আসুন একত্রে ভবিষ্যৎটা সুস্থ আর সুন্দর করি।
প্রথমেই আড্ডায় যে ডিভিডিগুলো কিনেছিলেন তার সাথে যে ইনফোলেট (স্মল সাইজ
ইনফরমেশন বুকলেট) পেয়েছেন সেগুলো মনযোগ দিয়ে আর সময় নিয়ে পড়ে ফেলুন। ভেতরের
পাতার বামপাশটুকু বুঝে বুঝে অন্তত দুবার পড়ুন।
এবার লাইভ ডিভিডি (লিনাক্স মিন্টের কাস্টমটা) দিয়ে বুট করুন। তারপর install
from cd অপশন সিলেক্ট করুন। ইন্সটলার চালু হলে আপনার হাতে থাকা ইনফোলেট পড়ে পড়ে
কাজগুলো একটার পর একটা করতে থাকুন। আশা করি আপনার সব ডাটা যেগুলো বর্তমানে
হার্ডডিস্কে আছে তা অক্ষত রেখেই কাজ করতে পারবেন।
যে কোন বিপদে আমরা আপনার পাশেই আছি। 'বন্টু-মিন্টু' রা আপনার সাহায্যে সদা
প্রস্তুত। অতএব কোন ভয় নেই। দৃঢ়তার সাথে সামনে এগিয়ে চলুন।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list