[Ubuntu-BD] Reinstall Ubuntu 10.04

Md. Ibrahim Husain meraj73 at gmail.com
Tue Aug 10 16:50:53 BST 2010


shazed vai, ami swap mone kore ubuntu o format kore felesi. ki je
korbo... bujte parsi na.

On 8/10/10, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> ইব্রাহিম লিখেছেন
>>>
> Actually I have no operating system now. And I am using live boot system.
> When I enter installer it boot directly. And when I enter hd-boot the first
> hard disk, it shows
>
> error: unknown file system
> grub rescue>
>>>
>
> ভাই ইব্রাহিম আপনি লাইভ সিডি থেকে বুট তো করছেনই না।
>
> লাইভ সিডি থেকে বুট করতে হলে, যখন সিডি থেকে বুট হয়ে বুট মেন্যু দেখায় তখন
> ওখানে live boot from cd অপশনটাকে সিলেক্ট করতে হয়। hd-boot the first hard
> disk টা নয়।
>
> বুট হয়ে আসলে আপনি যে ডেস্কটপ পাবেন সেখান থেকে আপনি gparted সফটা চালু করুন।
> কাস্টম ডিভিডির system>>administration>>
> gparted  থেকে চালিয়ে দেখুন আপনার পার্টিশান গুলোর কোনটাতে কতটুকু খালি আর
> কোনটাতে উবুন্টু ইন্সটলড আছে। ওখানে নামসহ (যেমনঃ /dev/sda1, /dev/sda2,
> /dev/sda5 ) তথ্যগুলো পাবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। আর আপনার ওই দুটো
> পার্টিশানের কোনটা আপনি ফরম্যাট করছেন তা যদি এখন আপনি বুঝতে পারেন তবে, অপরটা
> মানে যেটায় উবুন্টু সেটাপ দেয়া আছে সেটার ড্রাইভ নম্বর এখান থেকেই সংগ্রহ করে
> নিন। ধরি আপনার ড্রাইভ নম্বরটা হলো X।
>
> এবার টার্মিনাল ওপেন করে নিচের কমান্ডগুলো একটার পর একটা নির্দেশনা অনুযায়ী
> দিন। এখানে X এর মানটা যথাযথ বসিয়ে দেবেনঃ
>
> sudo mkdir /media/sdaX
> sudo mount /dev/sdaX /media/sdaX
>
> এবার উবুন্টুর বুট লোডার টা ফিরিয়ে আনতে কমান্ড দিন [এবারো ঐ X এর মানটা যথাযথ
> বসিয়ে দিয়েন।]:
>
> sudo grub-install --root-directory=/media/sdaX /dev/sda
>
> পিসিটাকে রিস্টার্ট করতে কমান্ড দিয়ে দেখুন।
>
> sudo reboot now
>
> ডিভিডি টা রম থেকে বের করে নিন। আপনার উবুন্টু আবারো আপনার সামনে সমহিমায় হাজির
> হবেই ইনশাল্লাহ।
>
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Md. Ibrahim Husain Meraj


More information about the ubuntu-bd mailing list