[Ubuntu-BD] help me
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Tue Aug 10 06:14:43 BST 2010
আপনি gparted সফটা কাস্টম ডিভিডির system>>administration>>gparted থেকে
চালিয়ে দেখুন আপনার পার্টিশান গুলোর কোনটাতে কতটুকু খালি আর কোনটাতে উবুন্টু
ইন্সটলড আছে। ওখানে নামসহ (যেমনঃ /dev/sda1, /dev/sda5 ) তথ্যগুলো পাবেন। একটু
মনোযোগ সহকারে দেখুন।
আর আপনার ওই দুটো পার্টিশানের কোনটা আপনি ফরম্যাট করছেন তা যদি এখন আপনি বুঝতে
পারেন তবে, অপরটা মানে যেটায় উবুন্টু সেটাপ দেয়া আছে সেটার ড্রাইভ নম্বর এখান
থেকেই সংগ্রহ করে নিয়ে, পূর্বের নির্দেশনাযুক্ত মেইলের নির্দেশগুলো, পরপর মেনে
কাজ করুন। আশা করি সমাধান হবে।
বেশি ঝামেলা মনে হলে সরাসরিও যোগাযোগ করার অপশনটা তো আপনার হাতে থাকছেই।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list