[Ubuntu-BD] help me

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Aug 10 01:40:47 BST 2010


ভাই ইব্রাহিম হুসাইন

আপনি অস্থির হবেন না। আপনার কুবুন্টু ইন্সটল করার সময় ওটা নিজের গ্রুব লোডার কে
উবুন্টুর গ্রুব লোডারের জায়গায় বসিয়ে সেখান থেকে বুট করছিল। কেননা দুটো উবুন্টু
কিংবা লিনাক্স প্রজাতিকে একই সিস্টেমে লোড করলে সর্বশেষেটার বুট লোডার
গ্রান্টেড হয়। ফলে আপনি যখন কুবুন্ট ড্রাইভটা ফরম্যাট দিলেন গ্রুব লোডার টা
হারিয়ে গেলো। তবে আপনার উবুন্টু সিস্টেম কিংবা ওটার ডাটা কোনটাই হারায়নি আশা
করি। এবার একটু মাথা ঠান্ডা করে নিচের দেয়া নির্দেশনাগুলো মেনে চলুন। আশাকরি
আপনি আবারো আপনার উবুন্টু সিস্টেমকে ফিরে পাবেন। কোন কাজ শুরু করার আগে পুরো
মেইলটা ভালোভাবে পড়ে নিন। কোথাও বুঝে উঠতে না পারলে পোষ্ট দিযে জানান। চাইলে
নির্দ্ধিয়ায় আমার মুঠোফোনে যোগাযোগ করতেও পারেন।

কাস্টম যে ডিভিডিটা আপনি আড্ডায় কিনেছেন সেটা দিয়ে বুট করুন। টার্মিনাল ওপেন
করে নিচের কমান্ডগুলো একটার পর একটা নির্দেশনা অনুযায়ি দিন।

sudo fdisk -l

এর ফলে আপনার হার্ডডিস্কের যে পার্টিশানে বর্তমানে উবুন্টু ইন্সটলড আছে তা
দেখাবে। খেয়াল করে দেখুন একটা তালিকা দেখাচ্ছে এবং ঐ তালিকায় : /dev/sdaX
Linux দেখাচ্ছে, এখানে X এর মান 1-9 যে কোন সংখ্যা হতে পারে। এই X এর মানটাই
খুব গুরুত্বপূর্ণ।
এবার X এর মানটা যথাযথ বসিয়ে নিয়ে টার্মিনালে নিচের কমান্ডগুলো দিন।

sudo mkdir /media/sdaX
sudo mount /dev/sdaX /media/sdaX

এবার উবুন্টুর বুট লোডার টা ফিরিয়ে আনতে কমান্ড দিন [এবারো ঐ X এর মানটা যথাযথ
বসিয়ে দিয়েন।]:

sudo grub-install --root-directory=/media/sdaX /dev/sda

পিসিটাকে রিস্টার্ট করতে কমান্ড দিয়ে দেখুন।

sudo reboot now

আপনার উবুন্টু আবারো আপনার সামনে সমহিমায় হাজির হবেই ইনশাল্লাহ।


রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list