[Ubuntu-BD] Lynx -এ বাংলা সাইট দেখা

shiplu shiplu.net at gmail.com
Mon Aug 9 20:20:32 BST 2010


lynx এ ইউনিকোড এনাবল করাই আছে। রেন্ডারিং হয়ত হচ্ছে না।
আপনি কনসোল হিসেবে যেই সফটওয়্যার ইউজ করছেন (gnome-terminal, konsole,
xterm, putty) তার ফন্ট হিসেবে কোন একটা ইউনিকোড ফন্ট সিলেক্ট করুন।
তাহলেই দেখতে পাওয়ার কথা। কারণ লিঙ্কস কোন রেন্ডারিং করে না।

2010/8/10 mahmood shoyeb <shmood at gmail.com>:
> প্রিয় সবাই,
>  প্লেন টেক্সট ব্রাউজার হিসেবে Lynx এর ব্যবহার করতে গিয়ে দেখি বাংলা
> সাইটের লেখা ঠিকমতো আসেনা । Lynx-কে utf-8 এনাবল করার কোন উপায় কী আছে?
> থাকলে দয়া করে কৌশলটি জানান।
> শুভেচ্ছান্তে
> শোয়েব মাহমুদ।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list