[Ubuntu-BD] আমি উবুন্টু ১০.০৪ চালাচ্ছি। কিন্তু দূর্ভাগ্য বশত আমি উবুন্টুর আর অন্য কোন ভার্সন দেখিনি।

ajom mahmud ajomraj at gmail.com
Mon Aug 9 11:35:47 BST 2010


প্রিয় সবাই,
আমি উবুন্টু ১০.০৪ চালাচ্ছি। কিন্তু দূর্ভাগ্য বশত আমি উবুন্টুর আর অন্য কোন
ভার্সন দেখিনি।
প্রথম অবস্থাতেই এর হার্ডওয়্যার অটো কনফিগারেশন ক্ষমতা ও উন্নত গ্রাফিক্স
এর জন্য উবুন্টু আমার অত্যন্ত পছন্দ হয়ে যায়। আমি এখন উবুন্টু ৯.০৪ (জান্টি
জ্যাকালোপ)
ভার্সনটির সিডি পেতে চাচ্ছি। আমাদের এই উবুন্টু ফোরামের কেউ কি আমাকে উক্ত
উবুন্টু ৯.০৪ (জান্টি জ্যাকালোপ) এর সিডিটি দিতে পারবেন? এতে আমার খুব উপকার
হতো।
এছাড়াও লিনাক্স এর কোন সিডিই আমার কাছে নেই, জানি না কোন ভার্সনটি ভালো। কেউ
আমাকে
লিনাক্সের সিডি দিলে খুব উপকৃত হতাম। পাঠানোর খরচ আমি দিতে রাজি আছি।

প্লিজ এই ব্যাপারে আপনাদের সহযোগীতা কামনা করছি। কারো নিকট থেকে আশ্বাস পেলে
তারপর মেইলে আমি সিডি পাঠানোর ঠিকানা দিয়ে দিবো। কেউ আমাকে হেল্প করতে চাইলে
প্লিজ আমাকে মেইল করুন।

ভালো থাকবেন সবাই।

শুভেচ্ছাসহ

আজম মাহমুদ


More information about the ubuntu-bd mailing list