[Ubuntu-BD] Disk Checker for Ubuntu / Mint

Bokhari, Saif Imam saifimam at gmail.com
Fri Aug 6 16:24:17 BST 2010


উবুন্টু কিংবা মিন্টের জন্য কি কোন ডিস্ক চেকার আছে? আমি এতোদিন আইপিএস
ব্যাবহার করতাম বলে বুঝিনি। গত কয়েকদিন থেকে আইপিএসটা ফুইট্টা গেছে তাই
ইলেক্ট্রিসিটি চলে গেলে পরে যখন পিসি চালু করি তখন নরমালি বুট হয়, কোন ডিস্ক
চেকার রান হয় না এবং বুঝতে পারি না আদতে কোন হার্ডডিস্ক / ফাইল চেকার আছে কিনা।
-সাইফ


More information about the ubuntu-bd mailing list