[Ubuntu-BD] দুটো আনন্দ সংবাদ একসংগে
Mehdi Hassan
mehdi680 at gmail.com
Fri Aug 6 10:49:37 BST 2010
রিং ভাই
সালাম
প্রথম অালোয় বন্টু মিন্টুর অাড্ডার রিপোর্টটি অসাধারন হয়েছে। এই
রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে অাপনার ও যারা নেপর্থ্য থেকে কাজ করেছেন
তাদের কে অন্তরের অন্তরস্থল থেকে অভিন্দন জানাছ্ছি। মনে হচ্ছে Lunux কে
ভালবেশে ফেলেছি। এর ভাল কোন খবর শুনলে মনটা অানন্দে ভরে উঠে। অামাদের
প্রযুক্তি অামার খুবই প্রিয় ছিল। খুব মিস করছি। এখন এটা বোধ হয় বন্ধ
করে লিনাক্স ফোরাম জোরে শোরে শুরু করা হলো। নিবন্ধন করলাম কিন্তু লগ ইন
করতে পারিনাই।
--
Z.M. Mehdi Hassan
Digital Watch Limited
More information about the ubuntu-bd
mailing list