[Ubuntu-BD] ওয়েবক্যাম

zia mohi ziamohi777 at gmail.com
Fri Aug 6 09:00:24 BST 2010


সাঈদ ভাই,

আপনার ল্যাপটপে ওয়েবক্যাম কিভাবে চালু করেছেন ত়া জানান I আমার আর আপনার
ল্যাপটপ একই মডেলের I

জিয়া


2010/7/30 saeed ahmed <saeed.sas at gmail.com>

> ভাইয়া আমিও পুরোপুরি একই ল্যাপটপটি ব্যবহার করি। এবং আমারও চুরি করা উইন্ডোজ ৭
> :P এবং আসল উবুন্টু ১০.০৪ একই সাথে চলে। আপনি নিশ্চিন্ত থাকুন। অপারেটিং
> সিস্টেমের কারনে নেট গতি ধীর হয় না। আর আপনি বোধহয় নতুন উবুন্টু ব্যবহার করছেন,
> তাই এমন মনে হচ্ছে। কিছুদিন ব্যবহার করুন দেখবেন ঠিক হয়ে গেছে।
>
>
> saeed ahmed
> http://saeed05.wordpress.com
>


More information about the ubuntu-bd mailing list