[Ubuntu-BD] লিনাক্স মিন্ট এ ভিএলসি প্লেয়ার সম্পর্কিত সাহায্য চাই।
Rabbi Hossain
md.rabbi.hossain at gmail.com
Thu Aug 5 13:56:23 BST 2010
আমার এক বন্ধুকে আমি লিনাক্স মিন্ট ইন্সটল করে দিয়েছি।
কিন্তু আমার বন্ধু লিনাক্স মিন্টে .mp4 ফরম্যাটের ভিডিও দেখতে পারছে না।
অন্য সকল কোডেক দেয়া থাকলেও .mp4 ফরম্যাটের কোডেক মিন্টে দেয়া নেই।
তাই আমি চাইছিলাম যে, ওর পিসিতে ভিএলসি প্লেয়ার ইন্সটল করে দেব।
কিন্তু ওর পিসিতে নেট কানেকশন নেই তাই অনলাইন রিপো থেকে ইন্সটল দিতে পারছি না।
আমার এখন ভিএলসি প্লেয়ার এর অফলাইন ইন্লটলার দরকার।
More information about the ubuntu-bd
mailing list