[Ubuntu-BD] Mobile phone explorer

shiplu shiplu.net at gmail.com
Wed Aug 4 17:33:34 BST 2010


মো‌বাইল ইউএসবি কেবলে লাগানোর পর একটা প্রম্পট করবে মোবাইলের স্ক্রিনে।
সেখানে "PC Suite" সেলেক্ট না করে "Data Transfer" সিলেক্ট করুন। তাহলে
লিনাক্সমিন্ট বা উবুন্টু পেনড্রাইভ হিসেবে পাবে। এরপর সেই পেন ড্রাইভ
থেকে ছবি কপি করে নিলেই হল।

ফাইল কপি পেস্ট করার জন্য আসলে পিসিস্যুট এর দরকার নাই। ডাটা ট্রান্সফার
সিলেক্ট করলে উইন্ডোজ, লিনাক্স সবখানেই পেনড্রাইভ হিসেবে মোবাইলের
মেমরীকার্ড মাউন্ট হয়।


More information about the ubuntu-bd mailing list