[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

ajom mahmud ajomraj at gmail.com
Wed Aug 4 12:21:50 BST 2010


রিং ভাই,
কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ।
আসলেই কষ্ট ছাড়া কেষ্ট মিলে না।
অপেক্ষায় রইলাম, প্রসেসটা জানার জন্য।

ভালো থাকবেন।

আজম


2010/8/3 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> আজম ভাই সহ সবাই
>
> আশা করি সমাধানটা করে ফেলেছি। আমি বিকেলে ডি১৬৬০ সফলভাবে ইন্সটল করতে পেরেছি
> আমার অফিস পিসি আর আমার ল্যাপিতে। কালকে সুযোগ পেলে একবার এই মডেলের
> প্রিন্টারে
> প্রিন্টটা টেস্ট করবো। তারপর সবার জন্য প্রসেসটা উন্মুক্ত প্রকাশ করবো। দোয়া
> রাখেন।
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list