[Ubuntu-BD] গ্র্যাব-২ সমস্যা

mahmood shoyeb shmood at gmail.com
Tue Aug 3 17:09:23 BST 2010


প্রিয় সবাই,
 আমার এক সহকর্মী তার এসার ল্যাপটপে আলাদা পার্টিশনে উইন্ডোজ -৭ এর সাথে
উবুন্টু ল্যুসিড ইন্সটল করেছিলেন। এর পর তিনি উইন্ডোজে থেকে উবুন্টুর
পার্টিশন ফরম্যাট করে দেন। এখন বুট করতে গেলে গ্র্যাব ২ এরর দেখায়। তার
এই গ্র্যাব বুট কিভাবে উদ্ধার করা যায় ? তিনি উইন্ডোজকে পূনরুদ্ধার করতে
চান।
অনুগ্রহ করে সহায়তা করুন।


More information about the ubuntu-bd mailing list