[Ubuntu-BD] Yahoo voice support

Sarim Khan sarim2005 at gmail.com
Tue Aug 3 06:43:59 BST 2010


গায়াচি প্রচন্ড স্লো। এবং
<https://launchpad.net/%7Eloell/+archive/ppa> এটি তে এরর আছে। ইন্সটল
করা যায় না। আরেকটি পিপিএ আছে।  ppa:baudm/ppa এটা ভালো কাজ করে।

ইন্সটল করার জন্য,

sudo apt-add-repository  ppa:baudm/ppa
sudo apt-get update
sudo apt-get install gyachi

এ নিয়ে আলোচনা দেখুন এখানে , http://forum.projanmo.com/topic18226.html

বটম লাইন। স্কাইপির উপরে কথা নাই। আপনি পারলে স্কাইপি ব্যবহার শুরু করুন।
স্কাইপি ব্যবহার করতে Software Sources এ গিয়ে ২য় ট্যাবে দেখুন Partner
রিপোসিটারির একটি লাইন আছে ওটাতে টিক চিহ্ন দিয়ে এনাবল করে নিন।
তারপর প্যাকেজ লিস্ট আপডেট হলে সফটওয়ার সেন্টার বা সাইনাপটিক অথবা sudo
apt-get install skype লিখে স্ক্যাইপি ইন্সটল করতে পারবেন।


More information about the ubuntu-bd mailing list