[Ubuntu-BD] WiMax dongle modem

Shabab Mustafa shabab at linux.org.bd
Mon Aug 2 12:30:52 BST 2010


কিছুদিন আগে একজন ব্যক্তিগতভাবে আমাকে মেইল করেছিলেন বাংলালায়নের US211 wimax
modem এর ডোঙ্গল কনফিগার করার জন্য। নেট খুঁজে তারপর তাকে আমি একটা টিউট মেইল
করেছিলাম। কিন্তু তিনি আর আমাকে পরে আপডেট জানান নাই। এখানে সেই মেইলটা কি
পেস্ট করে দিই। দেখুন দেখি কিছু হয় কিনা!

‌‌‌‌‌‌‌--------
**** ভাই,

মেইলের জন্য ধন্যবাদ।

একগাদা কমান্ডের ঝামেলার মধ্যে না গিয়ে একেবার সোজা করে বলি?

ধাপ ১:
প্রথমে নিচের ফাইল দুটো উইন্ডোজ থেকে ডাউনলোড  করে নিন।
1.
http://ftp.us.debian.org/debian/pool/main/u/usb-modeswitch-data/usb-modeswitch-data_20100707-1_all.deb

2.
http://ftp.us.debian.org/debian/pool/main/u/usb-modeswitch/usb-modeswitch_1.1.3-1_i386.deb

ধাপ ২:
এবার উবুন্টু / মিন্ট বুট করে প্রথমেusb-modeswitch-data_20100707-1_all.deb ,
তারপর usb-modeswitch_1.1.3-1_i386.deb ফাইল দুটোর উপরে ডাবল ক্লিক করে ইন্সটল
করে নিন।

ধাপ ৩:
এবার একটা রিস্টার্ট দিয়ে দিন। (কমান্ড দিয়েও করা যায়, ওই দিকে গেলাম না)

ধাপ ৪:
এবারে আপনার ডোঙ্গলটি পোর্টে লাগান এবং প্যানেলের ডান কোনায় যে নেটওয়ার্ক
ম্যানেজার আছে সেখান থেকে ওয়ারলেস কানেকশন ডায়ালারটি সেট করুন। (মানে যা যা
দিয়ে উইন্ডোজে কানেক্ট করতে হয়)।

ধাপ ৫:
এবারে পরীক্ষা করে দেখুন কানেকশন পাচ্ছে কিনা।


এভাবে যদি কানেকশন না পায় তাহলে ওই ম্যানুফ্যাকচারার কোম্পানিকে চেপে ধরব। লিখে
রেখেছে লিনাক্স সাপোর্ট করে আর লিনাক্সে খুঁজে পাচ্ছে না, ফাজলামি করে নাকি?

যাইহোক, একটা ছোট বুদ্ধি বলে রাখি, এই মেইলটা কপি করে নোটপ্যাডে সেভ করে রাখুন।
উবুন্টু / মিন্টে গিয়ে ফলো করতে সুবিধা হবে।

*** *** ****

-------------------


---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list