[Ubuntu-BD] WiMax dongle modem

saeed ahmed saeed.sas at gmail.com
Sun Aug 1 20:46:06 BST 2010


রিং ভাই,

আমি কখনও ওয়াইম্যাক্স ব্যবহার করিনি।মেইলটা পাঠিয়েছিলাম জানার জন্য, ডংগল
মোডেমটা ব্যবহার করা যায় কিনা, কারন এই মডেমটার একটা সুবিধা আছে যে বিদুৎ চলে
গেলেও ব্যবহার করা যায়। যাইহোক আমি কিছুক্ষন আগেই  কেকসাইজ মডেমেটার সংজোগ নিয়ে
ফেলেছি। ডংগল মোডেমটা নেয়ার ইচ্ছা ছিলো কিন্তু অল্প সময়ের মধ্যে একটা নেট সংযোগ
দরকার ছিলো। তাই এক্সপেরিমেন্ট করার উপায় ছিলো না। আর পরিচিত কাউকে পাইনি যে
কিউবি ডংগল মোডেমটা ব্যবহার করে।

কাউকে কোন কিছু শিখানোর বা পন্ডিতি করা ইচ্ছা ছিলো না। শুধু সবার পরামর্শ নেয়া
উদ্দেশ্য ছিলো। আমার উদ্দেশ্য ছিলো যদি কেউ ডংগল মোডেমটা  লিন্যাক্সে ব্যবহার
করে থাকেন তাহলে ব্যবহার করার উপায়টা কি।

আমার বিগত মেইলগুলোতে কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষ্মার দৃষ্টিতে দেখবেন।

saeed ahmed
http://saeed05.wordpress.com

2010/8/2 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> সাঈদ ভাই
>
> আমি ও আইটি কানেক্টের ওয়াইম্যাক্স ব্যবহার করেছি। জানি ওটার কোথায় কোন চিপায়
> কি
> করতে হয়। ওটাতেও অথেনটিকেশান লাগে এছাড়া নেটে কানেক্টেড হবার কোন রাস্তা নাই।
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list