[Ubuntu-BD] হেল্প প্লিজ, এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট ১৬০০ সিরিজ) প্রিন্টার সমস্যা, উবুন্টুকে কনটিনিউ করার জন্য প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম তবুও...

Abir Sadik abir.sadik at gmail.com
Sun Aug 1 09:27:32 BST 2010


do the following and let us know thw results

1. search for hplip in synaptic and install the packages, including the
hplip gui
2. use the gui and see f you can print now.

_______________________________________________

if above doesnt work,

get the automatic installer from this link
http://hplipopensource.com/hplip-web/install/install/index.html   (first
remove the printer)

after that if you still cant add printer run "sudo hp-setup"





2010/8/1 ajom mahmud <ajomraj at gmail.com>

> আমি এখন ৭০% সময় উবুন্টু চালাই। এই উবুন্টুকে কনটিনিউ করার জন্য
> প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করলাম। ক্যানন আইপি ১৩০০ কে কোন উবুন্টু
> এক্সপার্ট যখন কনফিগার করতে পারছিলেন না। তখন এইচপি ডি১৬৬০ (ডেক্সজেট
> ১৬০০ সিরিজ) নিয়ে আসলাম। এটি আমার উবুন্টু ১০.০৪ এ অটো কনফিগারড। বাট
> কাজের কাজ কিছুই হচ্ছে না অর্থাৎ প্রিন্ট হচ্ছে না। বিস্তারিত দেখার
> সুবিধার্থে ১০টি স্ক্রীনশট এ্যাটাচ করা হলো। নিশ্চয় এবার আমার উবুন্টু
> কনটিনিউ হতে পারে, তাই না?
>
> উবুন্টুতে সব সময় থাকতে পারি না। একটিই কারন, শুধুমাত্র প্রিন্ট দেয়ার
> জন্য ইউন্ডোজে যেতে হয়। কেউ কি নেই যে আমাকে এই সমস্যার সমাধান দিবেন
> যাতে করে সাধের উবুন্টুতে সব সময় থাকতে পারবো। ম্যানুয়াল কনফিগার এবং
> অটোকনফিগার কোনটাই দিয়ে প্রিন্ট হচ্ছে না। প্রিন্ট দেয়ার পর প্রসেসিং
> দেখাচ্ছে আমি প্রায় ২২মিনিট পর্যন্ত প্রসেসিং দেখেছি, তাতে আমার মনে
> হচ্ছে এই ভাবে কিয়ামত হয়ে গেলেও উবুন্টুর প্রিন্ট প্রসেসিং ফুরাবে না।
>
> এর চেয়ে কষ্টকর কি আছে, প্রিন্টার ব্র্যান্ড চেঞ্জ করেও একটা প্রিন্ট কপি
> দেখার ভাগ্য হলো না। এবার তো প্রশ্ন করতে ইচ্ছে করছে আদৌ কি
> লিনাক্স-উবুন্টুতে কোন কাগজ প্রিন্ট হয়!!
>
> যাক কষ্টের কথা গুলো এই ভাবেই লিখলাম, মনে কষ্ট নিবেন না। শুধু হেল্প করে
> কষ্ট লাঘব করবেন। আশায় রইলাম, যে একদিন না একদিন আমার এইচপি ডি১৬৬০
> প্রিন্টারটি উবুন্টুতে প্রিন্ট দিতে সক্ষম হবে।
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list