[Ubuntu-BD] 4.1 Speaker problem & Realtek Audio Driver for Linux Mint 9

Tanbin Islam Siyam potasiyam at gmail.com
Sun Aug 1 07:53:03 BST 2010


অনেক চেষ্টা করেও আমার ইন্টেল ৯১৫জিএভি মোবোতে আমার ক্রিয়েটিভ ৫.১
স্পিকারটা কনফিগার করতে পারিনি। কেউ সমাধান পেলে জানান। এটার সাউন্ড
কার্ড এর বৈশিষ্ট্য পোর্ট মাত্র তিনটা। একই পোর্ট বিভিন্ন ভাবে (যেমন
মাইক অথবা CEN/LFE) কনফিগার করা যায়।

১ আগস্ট, ২০১০ ১০:৩৬ am এ, Sarim Khan <sarim2005 at gmail.com> লিখেছেন:
> আমার এক বন্ধু স্পিকার নিয়ে আমিও একই সমস্যা পড়েছিলাম। আমি মোটামোটি
> নিশ্চিত যে  টুলবারের স্পিকার আইকন থেকে Sount Preferences এ ক্লিক করে
> যেই উইন্ডো আসে ওখান থেকে ঠিক করা যাবে। ওখানে নিচের দিকে একটা ড্রপডাউন
> লিস্ট আছে। সেখান থেকে 4:1 কনফিগারেশন টা সিলেক্ট করে দিলেই কাজ হয়ে
> যাবে।OUTPUT ট্যাবে গিয়ে নিচে Connector ড্রপডাউন লিস্টে দেখুন অনেকগুলা
> ওপশন আছে । ওটা ঠিক করে দিলেই কাজ হয়ে যাবে।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
Tanbin Islam Siyam


More information about the ubuntu-bd mailing list