[Ubuntu-BD] different bengali fonts

Ovro Niil ovroniil at gmail.com
Tue Apr 6 17:33:43 BST 2010


বাংলা ফন্টের জন্য মুক্তবাংলা ফন্ট প্রজেক্টে অংকুরের কিছু ফন্ট পাওয়া যায়। এই
ফন্টগুলো পেতে হলে টার্মিনালে এই কোডটি রান করান
sudo apt-get install ttf-bengali-fonts
তাছাড়া ওমিক্রনল্যাব <http://www.omicronlab.com/bangla-fonts.html> এর
সাইটটিতে যেতে পারেন। প্রচুর বাংলা ফন্ট পাবেন। সেগুলো ডাউনলোড করে ব্যবহার
করতে পারেন।
আপনি উবুন্টুর কোন ভার্সন ব্যবহার করছেন? যদি কারমিক কোয়ালা ব্যবহার করেন তবে
ফন্ট ইন্সটল করার জন্য ফন্টের উপর কার্সর রেখে ডাবলক্লিক করুন, ইন্সটল করার
অপশন পাবেন।

পেজমেকারের সবচেয়ে ভালো বিকল্প হিসেবে আছে Scribus। একে পাবেন Application
মেন্যুতে Ubuntu Software Center এ। ওখান থেকেই ইন্সটল করুন।




2010/4/6 sribatsa sanyal <sanyalsribatsa at gmail.com>

> Dear Sir,
>         I am trying UBUNTU for some days. I want many bengali fonts as well
> as academy fonts for typing  in pagemaker like software with UBUNTU os. I
> want pagemaker like software also for ubuntu.
>  How I download them and install in OS. Please give me details.
> Thanking you.
>
> SRIBATSA SANYAL
> 06.04.2010
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list