[Ubuntu-BD] উবুন্টু ম্যানুয়াল অনুবাদ: সকল অনুবাদকদের যোগ দেবার অনুরোধ করা হচ্ছে

Ovro Niil ovroniil at gmail.com
Sun Apr 4 13:52:07 BST 2010


প্রিয় অনুবাদকবৃন্দ,

ছোট্ট একটা আবদার নিয়ে এই মেইলটা করছি।

মাত্র একমাসেরও কম সময় আমাদের হাতে আছে উবুন্টুর পুরো ম্যানুয়ালটি বাংলায়
অনুবাদ সম্পাদন করার জন্য। আমাদের লক্ষ্য হলো ল্যুসিডের রিলিজের সাথেই বাংলা
অনুদিত একটা সহায়িকা ব্যবহারকারীদের হাতে তুলে দেয়া। এতে করে সুবিধা হবে রিলিজ
পার্টিগুলোর ক্ষেত্রে, পার্টিতে আগত অভ্যাগতদের মাঝে তাহলে বাংলায় উবুন্টুর
একটা ম্যানুয়াল বিতরণ করা যাবে। সেই লক্ষ্যে কাজ করতে হলে আমাদের আরো লোকবল
প্রয়োজন।

আপনারা যারা এর সাথে জড়িত বা জড়িত না তাদেরকে অনুরোধ করছি অনুবাদ প্রকল্পে যোগ
দিয়ে প্রকল্পটিকে আরো বেগবান করতে। অনুবাদ প্রকল্পটি সাবলীলভাবে পরিচালনার জন্য
আমাদের প্রযুক্তিতে একটা
থ্রেড<http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5029&start=150#p45792>খোলা
হয়েছে। আগ্রহীদের অনুরোধ করা যাচ্ছে ঐ থ্রেডে গিয়ে রিপোর্ট করার জন্য।

আমরা আশা করছি, সবার সহযোগীতায় খুব দ্রুত একাজ আমরা সমাধা করে ফেলব ইনশাআল্লাহ।

সবার সহযোগীতা কামনা করছি...





-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list