[Ubuntu-BD] উবুন্টুর টাইপিং শেখার ভাল সফটওয়্যার চাই..

sribatsa sanyal sanyalsribatsa at gmail.com
Thu Apr 1 15:32:04 BST 2010


Dear
   I want to know that if I can type Bengali language with various fonts and
with fonts like Academy fonts in UBUNTU os? I also want pagemaker like
software in UBUNTU.

SS


On 3/27/10, SYeeF Ahmed <syeef.ahmed at gmail.com> wrote:
>
> >
> > উবুন্টুতে Ubuntu Software Center নামে একটা মেনু আছে (Applications এর
> > মধ্যে)।
> > ঐখানে কি কখনো খুঁজে দেখেছেন?
> >
>
> হ্যাঁ ভাই... সেখানে তো সবার আগেই দেখেছি। Klavaro নামে একটা কে ইন্সটলও
> করেছি.. কিন্তু রান হয় না।
> Applications>Education নামক একটা সাব মেনুতে Klavaro অবস্থান নিয়েছে। ক্লিক
> করলে মেনুটা চলে যায় মনে হয় কিছুক্ষনের মধ্য রান করবে.. কিন্তু কখনও রান করে
> না...। এক সপ্তাহ হলো কারমিক পূর্নরায় ইন্সটল করেছি... আগের বার Opera Browser
> টা Klavaro 'র মত আচরন করতো। এটা কি কোন ধরনের সমস্যা?
>
> Ktouch নামে একটা আছে... সেটা জন্য আবার KDE ডাউনলোড করে ইন্সটল করতে হবে কি?
> K
> দেখলেইতো কুবুন্টু বলে সন্দেহ লাগে...
>
> সবাইকে ধন্যবাদ।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list