[Ubuntu-BD] Problems with Unetbootin

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Sun Sep 20 18:11:23 BST 2009


যদি মূল ডিস্ট্রো উবুন্টু হয় তাহলে এত ভ্যাজালের দরকার নাই।

উবুন্টুতে System > Administration > Create a USB Startup disk অপশন ব্যবহার
করেই সব কাজ করা যাবে। প্রথমে পেন ড্রাইভ ফরম্যাট করতে হবে (যদি করা না থাকে)।
এরপর আইএসও ফাইলটা দেখিয়ে দিলে বাকি কাজ এমনি এমনিই হবে।

-- 
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list