আমি কিছুক্ষণ আগে ভিএলসি প্লেয়ার ইন্সটল করি। কিন্তু আমি ডাবল ক্লিক করলে কোন অডিও কিংবা ভিডিও ডিফল্ট মুভি প্লেয়ার এ সরাসরি চালু হয়। আমি চাই এটা না হয়ে, ডাবল ক্লিক এর সাথে সাথে ফাইলগুলো ভিএলসি প্লেয়ার এ চলবে। এই ফাইল এসোসিয়েশন চেঞ্জ করবো কিভাবে? -সাইফ