[Ubuntu-BD] প্রকাশিত হয়েছে অভ্র ফোনেটিকের লিনাক্স ভার্সন
Aero River
aero4k at gmail.com
Thu Sep 3 17:48:54 BST 2009
তা তো জানিই। আমি ভেবেছিলাম অভ্র সম্পূর্ণ সুবিধা নিয়েই লিনাক্সের জন্য
প্রকাশিত হল। উইন্ডোজে যেমন অভ্র দিয়ে যে কোন কিবোর্ড পছন্দমতো সিলেক্ট
বা তৈরি করা যায়, তেমন।
On 9/3/09, Shabab Mustafa <shabab.mustafa at gmail.com> wrote:
> লিনাক্সে ইউনিজয় দিয়ে অনেক আগে থেকেই লেখা যায়। এজন্য অভ্র প্রয়োজন নাই।
> লিনাক্সে আগে অভ্র ফনেটিক ছিল না যা আজকে প্রকাশিত হয়েছে।
>
> --
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Aero
http://banglahacks.blogspot.com
More information about the ubuntu-bd
mailing list