[Ubuntu-BD] ইন্টারনেট সংযোগ সমস্যা
Lenin
lenin at phpxperts.net
Thu Sep 3 08:00:27 BST 2009
2009/9/3 Kaniz Sayma Nipa <ksnipabd at gmail.com>
> আমি আমার কম্পিউটারে উবুন্টু এবং উইন্ডোজ দুটো অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।
> আমি আগে একটি আইএসপি থেকে ইন্টারনেট ব্যবহার করতাম এবং সমস্যার কারনে সম্প্রতি
> আমি অন্য একটি আইএসপি'র লাইন ব্যবহার করছি। বর্তমানে কম্পিউটার চালু করার সময়
> উবুন্টু সিলেক্ট করলে আমি ইন্টারনেট সংযোগ পাই না। সংযোগ পেতে হলে আগে আমাকে
> উইন্ডোজে গিয়ে কানেক্ট দিয়ে সংযোগ চালু করতে হয়। এরপর উবুন্টু চালালে আমি
> সংযোগ
> পাই। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আগের আইএসপি'র সংযোগে এ সমস্যাটি ছিলো না।
> এখন আমার উবুন্টু চালানোর আগে উইন্ডোজ চালাতে হচ্ছে। এরপর উবুন্টুতে যেতে হয়।
পুরো বর্ণনাটিতে আপনি বলেননি কোন ধরণের সংযোগ ব্যবহার করছেন।
এর আগের মেইলেও বারবার বলেছেন উবুন্তুতে ইন্টারনেট পাচ্ছেন না। আদৌ নেট পাচ্ছেন
না নাকি উইন্ডোজ থেকে একবার কানেক্ট না করলে পাচ্ছেন না।
আপনার খুব সম্ভব ম্যাক এড্রেস বদলে দেয়া লাগছে। যা উবুন্তু থেকেই করা যায়। আমি
বাইরে যাচ্ছি, তাই বিস্তারিত লিখতে পারছি না। কেউ না কেউ আপনাকে কিছুক্ষণের
মধ্যেই সমাধান দেবে।
ধন্যবাদ।
More information about the ubuntu-bd
mailing list